উত্তর : জানাযার ছালাতে দাঁড়ানোর যেহেতু বিশেষ কোন পদ্ধতি বা বিধান বর্ণিত হয়নি, তাই অন্যান্য ছালাতের ন্যায় জানাযার ছালাতেও ‘পায়ের সঙ্গে পা’ মিলিয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে (ছহীহ বুখারী, হা/৭২৫; ছহীহ মুসলিম, হা/৪৩৪)। আর উভয় ছালাতে কাতারের হুকুমে কোন পার্থক্যের কথা উল্লেখ নেই।
প্রশ্নকারী : আবূ আব্দুল্লাহ, নাটোর।