উত্তর : আক্বীক্বা সপ্তম দিনে করতে হবে (আবু দাঊদ, হা/২৮৩৭; ইবনু মাজাহ, হা/৩১৬৫; মিশকাত হা/৪১৫৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৯৭৪, ৮/১৪১ পৃ., সনদ ছহীহ)। ছেলের জন্য ২টি ও মেয়ের জন্য ১টি ছাগল দ্বারা আক্বীক্বা করা সুন্নাত (আবু দাঊদ, হা/২৮৩৪-২৮৩৬; তিরমিযী, হা/১৫১৬, সনদ ছহীহ)। অবশ্য ছেলের জন্য একটাও দেয়া যায় (আবু দাঊদ, হা/২৮৪১; মিশকাত, হা/৪১৫৫; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৯৭৬, ৮/১৪২ পৃ.)। উল্লেখ্য যে, ১৪ ও ২১ দিনে আক্বীক্বা সম্পর্কে ত্বাবারাণী ও বায়হাক্বী বর্ণিত হাদীছটি নিতান্তই যঈফ (তুহফাতুল আহওয়াযী ৫/৮৭ পৃ. ‘আক্বীক্বা’ অনুচ্ছেদ)।
প্রশ্নকারী : কামরুল হাসান, কাজীপুর, সিরাজগঞ্জ।