উত্তর : শয়তান চির অভিশপ্ত। সে আদম সন্তানকে সর্বদা কুমন্ত্রণা দিয়ে পাপাচারে লিপ্ত করে। এজন্য আল্লাহ তা‘আলা মানুষকে শয়তানের ফেতনা থেকে বিরত থাকার কথা বলেছেন (সূরা আল-আ‘রাফ : ২৭; সূরা আল-ফাত্বির : ৬; সূরা আন-নিসা : ১১৯)। কিছু কিছু স্থান রয়েছে, যেখানে শয়তান বেশী হামলা করে থাকে। এজন্য সে সময়গুলো থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়। যেমন, (ক) পেশাব-পায়খানা প্রবেশের সময় (ছহীহ বুখারী, হা/১৪২), (খ) ক্রোধের সময় (ছহীহ বুখারী, হা/৩২৮২), (গ) স্ত্রী সহবাসের পূর্বে (ছহীহ বুখারী, হা/১৪১, ৩২৭১, ৩২৮৩, ৫১৬৫, ৬২৮৮), (ঘ) জনশূন্য মাঠ, জঙ্গল, উপত্যকা ইত্যাদিতে প্রবেশের সময় (ছহীহ মুসলিম, হা/২৭০৮; তিরমিযী, হা/৩৪৩৭; মিশকাত, হা/২৪২২), (ঙ) গাধার ডাক শুনলে (ছহীহ বুখারী, হা/৩৩০৩), (চ) কুরআন তেলাওয়াতের সময় (ছহীহ বুখারী, ‘কুরআনের তাফসীর’ অধ্যায়-৬৫, ‘সূরা আন-নাহল’ অনুচ্ছেদ-১৬; ইবনুল ক্বাইয়িম, ইগাছাতুল লাহফান, ১ম খণ্ড, পৃ. ৯২-৯৪) এবং (ছ) শিশুর নিরাপত্তার জন্য (সূরা আলে ‘ইমরান : ৩৬; ছহীহ বুখারী, হা/৩৩৭১) প্রভৃতি।
প্রশ্নকারী : দেলোয়ার হোসেন রানা, সিলেট।