উত্তর : বরই পাতা দিয়ে গোসল করালে শরীর অধিক পরিমাণে পরিষ্কার হয়। এটা মুস্তাহাব (ছহীহ বুখারী, হা/১২৫৩; মিশকাত, হা/১৬৩৪)। আর যদি পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বরই পাতা যথেষ্ট মনে না হয়, তাহলে সাবান বা শ্যাম্পু দিয়েও গোসল করাতে কোন সমস্যা নেই (ইসলাম সওয়াল ও জওয়াব, প্রশ্ন নং- ২১৫৮৮)।
প্রশ্নকারী : মামুন বিন হাশমত, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।