উত্তর : ইমামের সালাম ফিরানোর পর বাকী অংশ একাকী পড়ে নিবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
إِذَا سَمِعْتُمُ الْإِقَامَةَ فَامْشُوْا إِلَى الصَّلَاةِ وَعَلَيْكُمْ بِالسَّكِيْنَةِ وَالْوَقَارِ وَلَا تُسْرِعُوْا فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوْا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوْا
‘যখন তোমরা ইক্বামত শুনতে পাবে, তখন ছালাতের দিকে চলে আসবে, তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পূর্ণ করবে’ (ছহীহ বুখারী, হা/৬৩৬; ছহীহ মুসলিম, হা/৬০৪)। এক্ষেত্রে ফরয, জুমু‘আহ বা ঈদের ছালাত অথবা অন্য কোন ছালাতের মধ্যে কোন পার্থক্য নেই।
প্রশ্নকারী : শেখ জাসীম আহমাদ, ভারত।