উত্তর : নিশ্চিতভাবে এগুলো বিশ্বাস করা যাবে না। কেননা বৃষ্টি কখন হবে, চন্দ্রগ্রহণ কখন হবে তা কেবল মহান আল্লাহই ভাল জানেন। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ, তাঁর কাছেই রয়েছে ক্বিয়ামতের জ্ঞান, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে ...’ (সূরা লুক্বমান : ৩৪)। বাস্তবতাও তাই যে, আবহাওয়া দপ্তর থেকে বলা হলেও এখনো তারা ‘হতে পারে’ শব্দটি ব্যবহার করে। কারণ বলার পরে অধিকাংশ সময়ই তা ঠিক থাকে না।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম, ঝিনাইদহ।