উত্তর : ফেরেশতারা মুমিনদেরকে বলবে, তোমরা জান্নাতে যা চাইবে তাই পাবে। তোমাদের প্রতিটি বাসনা পূর্ণ করা হবে, যা দাবী করবে তাই সরবরাহ করা হবে। আল্লাহ তা‘আলা বলেনে, وَ لَکُمۡ فِیۡہَا مَا تَشۡتَہِیۡۤ اَنۡفُسُکُمۡ وَ لَکُمۡ فِیۡہَا مَا تَدَّعُوۡنَ ‘সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা কর’ (সূরা আল-ফুছছিলাত : ৩১)। উক্ত আয়াতের অর্থ প্রতিটি ন্যায়সঙ্গত দাবি ও চাওয়া পূরণ করা হবে। কিন্তু তাদের মনে অসংগত ও অন্যায্য কোন দাবী উদিত হবে না।
প্রশ্নকারী : মোতাহার, খুলনা।