উত্তর : তারাবীহ কিয়ামুল লাইল বা রাতের ছালাত, যা বছরের অন্য মাসে তাহাজ্জুদের ছালাত বলা হয়। গভীর রজনীতে আল্লাহকে স্মরণ করার অন্যতম মাধ্যম হল এই ছালাত। তাহাজ্জুদ ছালাত নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর ফরয ছিল এবং তাঁর উম্মতের উপর সুন্নাত বা নফল। উক্ত ছালাতের রাক‘আত সংখ্যা ১১ বা ১৩ (ছহীহ বুখারী, হা/১১৪৭, ২০১৩, ৩৫৬৯; ছহীহ মুসলিম, হা/৭৩৮; আবূ দাঊদ, হা/১৩৪১)। সুতরাং নিয়মিত কেউ তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, তারাবীহ পড়তে চাইলে রাক‘আত সংখ্যার দিকেও খেয়াল রাখা উচিত। কারণ এর মধ্যে কোন হিকমাহ নিহিত আছে। তবে কোন অসুবিধার কারণে কম-বেশি হতে পারে। অথবা ক্লান্তি, সফরের কারণে ২ রাক‘আত পড়ে ঘুমিয়েও যেতে পারে। কিন্তু নিয়মিত ২ রাক‘আত তাহাজ্জুদের পড়া উচিত নয়।
প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।