উত্তর : ছালাতের পূর্বে ইমাম ছাহেবের উচিত হবে মৃত ব্যক্তির নিকট কারো কোন পাওনা আছে কি-না বা কেউ কোন কিছুর দাবীদার আছে কি-না তা জিজ্ঞেস করে তার ব্যবস্থা করা। এ সময় ইমাম ছাহেব পরকাল বিষয়ক কিছু নছীহত করতে পারেন। কিন্তু অন্যদের বক্তব্য রাখার কোন প্রমাণ পাওয়া যায় না (ছহীহ বুখারী, হা/২২৯১; নাসাঈ, হা/১৯৬১)।
প্রশ্নকারী : মনীরুল হুদা, রাসূলপুর, সাতক্ষীরা।