উত্তর : মাফলার বা হুডি পরে ছলাত আদায় করা মাকরূহ নয়। আর ছালাতে পুরো মুখমণ্ডল খোলা রাখা শর্ত নয়। তবে নাক ও কপাল অবশ্যই খোলা রাখতে হবে। কারণ হাদীছে এসেছে, নবী (ﷺ) ইরশাদ করেছেন,
أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ ـ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ
‘আমি সাতটি অঙ্গের দ্বারা সাজদাহ্ করার জন্য নির্দেশিত হয়েছি। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন, আর দু’হাত, দু’হাঁটু এবং দু’পায়ের আঙ্গুলসমূহ দ্বারা। আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই’ (ছহীহ বুখারী, হা/৮১২)।
প্রশ্নকারী: মুয়াজ, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।