উত্তর : তায়াম্মুম ওযূর স্থলাভিষিক্ত (সূরাহ আন-নিসা : ৪৩; সূরাহ আল-মায়েদাহ : ৬)। সুতরাং ওযূ শেষে যে দু‘আ পড়তে হয়, তায়াম্মুম শেষেও একই দু‘আ পাঠ করতে হবে (ছহীহ মুসলিম, হা/২৩৪; মিশকাত, হা/২৮৯; বঙ্গানুবাদ মিশকাত, হা/২৬৯, ২য় খণ্ড, পৃ. ৪১-৪২)।
প্রশ্নকারী : ফাওযান, সাতক্ষীরা।