উত্তর : দান করা যাবে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, একদা একজন লোক এসে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। কিন্তু কোন অছিয়ত করে যাননি। আমার ধারণা তিনি কথা বলতে পারলে ছাদাক্বাহ করতেন। এখন আমি তার পক্ষ থেকে ছাদাক্বাহ করলে তিনি নেকী পাবেন কি? রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হ্যাঁ (ছহীহ বুখারী, হা/১৩৮৮; ছহীহ মুসলিম, হা/১০০৪; মিশকাত, হা/১৯৫০)।
প্রশ্নকারী : আবু তাহের, রাজশাহী।