উত্তর : ‘সালাম’ হল ইসলামী সম্ভাষণ, যার দ্বারা অপর মুসলিমের জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করা হয়। ইসলামে সালামের একটি পূর্ণাঙ্গ ও প্রশস্ত অধ্যায় রয়েছে। কিভাবে, কাকে বা কোন্ শব্দে দিয়ে সালাম দিতে হবে, ইসলাম সেটাও শিখিয়েছে। ‘আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু’ পূর্ণাঙ্গ বাক্য দ্বারা কেউ কাউকে সালাম বিনিময় করলে তার জন্য ৩০ নেকী হবে (আবূ দাঊদ, হা/৫১৯৫, সনদ ছহীহ)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং ছাহাবীদের মাঝেও এভাবে সালাম হয়েছে (ছহীহ মুসলিম, হা/১৪২৮; ছহীহ ইবনু হিব্বান, হা/৪৯৩)। তবে প্রশ্নোল্লিখিত শব্দে সালাম দেয়া যাবে না।
প্রশ্নকারী : আরীফ, ঢাকা।