উত্তর : মানুষ মৃত্যুবরণ করার পর তার বারযাখী জীবন শুরু হয়ে যায়। সে যদি শাস্তির উপযুক্ত হয় তাহলে যে কোন অবস্থাতেই সে শাস্তি পাবে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এক্ষেত্রে যদি তাকে কবর দেয়া না হয় অথবা হিংস্র জন্তু জানোয়ার তাকে খেয়ে ফেলে বা পুড়ে ছাই হয়ে বাতাসে উড়ে যায় কিংবা পানিতে ডুবে মারা যায় তারপরও তার রূহ ও শরীরে আযাব পৌঁছে যাবে (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৩৭৬৯০৬)।
প্রশ্নকারী : মুত্তালিব, ঢাকা।