উত্তর : উক্ত দাবী সঠিক নয়। আবূ দাঊদ ও মুসনাদে আহমাদের একটি হাদীছের শেষে আব্দুল্লাহ ইবনু আমর সম্পর্কে যে কথা বর্ণিত হয়েছে সেই অংশটুকু মুহাদ্দিছগণের নিকট যঈফ ও ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়েছে (তাহক্বীক্ব আবূ দাঊদ, হা/৩৮৯৩; মুসনাদে আহমাদ, হা/৬৬৯৬)। বরং সর্ব অবস্থায় তা‘বীয বাঁধা শিরক মর্মে বহু ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৪৯২)।
প্রশ্নকারী : আব্দুছ ছবুর, সিলেট।