উত্তর : চির অভিশপ্ত ইবলীস শয়তানের আরো কিছু নাম বিভিন্নভাবে উল্লেখিত হয়েছে, যা তার সন্তানের নাম হিসাবে উল্লেখ করা হয়। যেমন, (১) যালীতুন : সকল বাজারসমূহকে নিয়ন্ত্রণ করে ধোঁকা দেয়, (২) ওয়াসীন : মানুষদের আকস্মিক বিপদে ফেলে ঈমান নষ্টের দায়িত্বে নিয়োজিত থাকে, (৩) লাকূস : অগ্নি পূজারীদের সাথে থেকে কুফরি শিক্ষা দেয়, (৪) আওয়ান : শাসকদের সাথে থেকে যুলম-অত্যাচার করায়, (৫) হাফফাপ : মদ্যপায়ীদের সাথে থেকে নেশায় আসক্ত করে, (৬) মুররাহ : গান-বাজনা, নৃত্যকারীদের সাথে থেকে ধোঁকা দেয়, (৭) মুসাব্বিত : বাজে কথা-বার্তা সর্বত্র পৌঁছে ধোঁকা দিয়ে থাকে, (৮) দাছিম : ঘরের মানুষদের ভাল কাজ থেকে বিরত ও খারাপ কাজের যুক্তি ও আদেশ দেয়। (৯) ওয়ালহান : ওযূ-ছালাত (ছালাত ও অন্যান্য ইবাদতে) সকল উত্তম কাজে কুমন্ত্রণা দেয়ার কাজে নিয়োজিত রয়েছে। (১০) আর ক্বারিণ জ্বিনতো আপনার সাথেই জন্ম হতে মৃত্যু অবধি নিয়োজিত আছে। প্রতি মুহূর্তেই আপনাকে ভুল পথে প্ররোচনা ও পরিচালনা করার জন্য সে অতন্দ্রপ্রহরীর মত কাজ করে যাচ্ছে (আল-মুনাব্বিহাতি লিল আছক্বালানী, পৃ. ৯১)। অতএব শয়তানী কুমন্ত্রণা থেকে সকলকে সাবধান থাকতে হবে।
প্রশ্নকারী : মুনায়েম, ময়মনসিংহ।