উত্তর : বিনা কারণে যারা কথায় কথায় অভিশাপ দেয় তারা বড় অপরাধী এবং নিজেরাই অভিশাপের জন্য উপযুক্ত হয়ে যায়। কারণ কাউকে অভিশাপ দেয়া হলে আর সেই অভিশাপের যোগ্য না হয় অভিশাপ আবার অভিশাপকারীর উপর চলে আসে। রাসূল (ﷺ) বলেন, ‘বান্দা যখন কোন বস্তুকে অভিশাপ করে, তখন এ অভিশাপ আকাশের দিকে উঠে যায়। আর এ অভিশাপের জন্য আকাশের দরজা বন্ধ করে দেয়া হয়্ অতঃপর ঐ অভিশাপ যমীনের দিকে প্রত্যাবর্তন করে। তার জন্য যমীনের দরজা বন্ধ করে দেয়া হয়। অতঃপর ডানদিকে-বামদিকে যায় এবং যখন সেখানেও কোন রাস্তা না পায়, শেষ পর্যন্ত সে ব্যক্তি বা বস্তুর দিকে প্রত্যাবর্তন করে, যাকে অভিশাপ করা হয়েছে। যদি সে অভিশাপের উপযুক্ত হয়, তবে তার ওপর আপতিত হয়্ তা নাহলে অভিশাপকারীর দিকেই ফিরে আসে (আবূ দাঊদ, হা/৪৮৫০, সনদ হাসান ছহীহ)। যারা মুমিন তারা কখনো অভিশাপ দেয় না। রাসূল (ﷺ) বলেন, একজন পূর্ণ মুমিন তিরষ্কার ও অভিশাপকারী এবং অশ্লীল গালমন্দকারী ও অহঙ্কারী হতে পারে না (তিরমিযী, হা/১৯৭৭, ছহীহ)।
প্রশ্নকারী : মেহেদী, চাঁপাই নবাবগঞ্জ।