উত্তর : যার মাঝে পাঁচটি গুণ থাকবে সে জান্নাতে যাবে। ঐ পাঁচটি গুণের একটি হল, জুম‘আর দিনে আগে আগে মসজিদে যাওয়া। যেমন হাদীছে এসেছে,
عَنْ أبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ رَضِىَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ خَمْسٌ مَنْ عَمِلَهُنَّ فِيْ يَوْمٍ كَتَبَهُ اللهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ مَنْ عَادَ مَرِيْضًا وَشَهِدَ جَنَازَةً وَصَامَ يَوْمًا وَرَاحَ يَوْمَ الْجُمُعَةِ وَأَعْتَقَ رَقَبَةً
আবূ সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি এক দিনে পাঁচটি আমল করবে আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করবেন। যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন জানাযায় উপস্থিত হয়, এক দিন ছিয়াম পালন করে, জুমার দিন আগে আগে মসজিদে যায় এবং ক্রীতদাস স্বাধীন করে দেয় (ইবনে হিব্বান হা/২৭৬; সনদ ছহীহ)।
প্রশ্নকারী : ছিফাত, মাদারীপুর।