উত্তর : ‘কূনূতে নাযেলা’য় ইমামের সশব্দে কুনূত পাঠ এবং মুক্তাদীদের ‘আমীন’ ‘আমীন’ বলা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (আবু দাঊদ, হা/১৪৪৩; মিশকাত, হা/১২৯০; বঙ্গানুবাদ মিশকাত, হা/১২১৭, ৩/১৪৪ পৃ., সনদ হাসান)। যেহেতু দু’টিই কুনূত, তাই ঐ হাদীছের ভিত্তিতে বিতরের জামা‘আতে পড়লে ইমাম-মুক্তাদী একইভাবে পাঠ করবে (ফাতওয়া আরকানুল ইসলাম, পৃ. ৩৫০-৩৫১, ফৎওয়া নং-২৭৭)। কারণ বিতরের ছালাতের ধরন পরিবর্তন হতে পারে। যেমন একাকী তাহাজ্জুদ পড়ার সময় এবং তারাবীহর সাথে বিতর ছালাত পড়ার সময় ক্বিরাআত সরবে পড়তে হয়। কিন্তু এশার পর পড়লে ক্বিরাআত নীরবে পড়তে হয় (আবূ দাঊদ, হা/১৪৩৭)।
প্রশ্নকারী : মুনীরুল ইসলাম, রাজশাহী।