উত্তর : বিতর ছালাতের পারে ‘সুবহানা মালিকাল কুদ্দুস’ তৃতীয়বারে উচ্চৈঃস্বরে বলার কথাটি হাদীছ দ্বারা প্রমাণিত। হাদীছটি আব্দুর রহমান ইবন আবযা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) সালাম ফিরার পরে তিনবার ‘সুবহানা মালিকাল কুদ্দুস’ বলতেন এবং তৃতীয়বারে উচ্চৈঃস্বরে বলতেন (মুসনাদে আহমাদ, ২৪/৭২; মুছান্নাফে ইবনু আবী শায়বা, ২/৯৩ পৃ.)। তবে তৃতীয়বারে শব্দগুলো টেনে বলা মুস্তাহাব (মুগনী লি ইবনে কুদামা, ২/১২২ পৃ.)।
প্রশ্নকারী : মুহাম্মাদ মিনহাজ, রাজশাহী।