উত্তর : বর্ণনাটি জাল। সনদগত ত্রুটি হল- বলা হয়ে থাকে আসওয়াদ আল-আমেরী। অথচ মূল নাম হল, জাবির ইবনু ইয়াযীদ ইবনুল আসওয়াদ আস-সাওয়াঈ (তাহযীবুত তাহযীব ২/৪২ পৃ., রাবী- ৯৩০)। উপনাম হিসাবে আল-আমেরী উল্লেখ করা হয়। সেটাও ভুল। মূলত এই লক্বব হবে তার পূর্বের রাবীর নামের সাথে। অর্থাৎ ইয়া‘লা ইবনু আত্বা আল-আমেরী (তাহযীবুত তাহযীব, ১১/৩৫১ পৃ., রাবী- ৮১৬৬)।
প্রশ্নকারী : সামিঊল ইসলাম, কুলপাড়া, পবা, রাজশাহী।