উত্তর : পড়া যাবে। কিন্তু রুকূ এবং সিজদায় কুরআন তিলাওয়াত করা যাবে না। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেন, ‘...সাবধান! আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকূ বা সাজদারত অবস্থায় কুরআন পাঠ না করি। তোমরা রুকূ অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব ও মহত্ত বর্ণনা করবে এবং সাজদারত অবস্থায় অধিক দু‘আ পড়ার চেষ্টা করবে। কেননা তোমাদের দু‘আ ক্ববুল হওয়ার উপযোগী’ (ছহীহ মুসলিম, হা/৪৭৯)।
তবে কুরআনে বর্ণিত দু‘আগুলো প্রয়োজন অনুযায়ী পড়া নিষেধ নয়। কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত ইহকাল ও পরকাল বিষয়ক যে কোন পসন্দনীয় দু‘আ পাঠ করা জায়েয (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১১/১৭১-১৭৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৬২২৫৪, ৭৫০৫৮; আল-ফিক্বহুল মুয়াসসার, ১/২৯৫-২৯৬)। অনুরূপ তাশাহহুদের শেষ বৈঠকে বসেও কুরআন-হাদীছে বর্ণিত যেকোন দু‘আ পড়া যাবে (ছহীহ মুসলিম, হা/৪০২)।
প্রশ্নকারী : ছিয়াম শিকদার, চিতলমারী, বাগেরহাট।