উত্তর : ছালাত হবে। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কিবলামুখী হওয়া দুই ভাবে হতে পারে। যথা: একটি হলো নিকট থেকে সরাসরি কা‘বা ঘরের সামনে। অপরটি হলো দূর থেকে কা‘বা ঘরের দিকে ছালাত আদায় করা। দূরত্ব যত বেশি হবে ক্বিবলার প্রশস্ততা ততই বেশি হবে, তবে এ ক্ষেত্রে একইরেট সোজা কা‘বা ঘরের বরাবর হওয়া সম্ভব নয়; এ জন্যই রাসূল (ﷺ) বলেছেন, مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ ‘পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দিকে ক্বিবলা অবস্থিত’ (তিরমিযী, হা/৩৪২; নাসাঈ, হা/২২৪৩; ইবনু মাজাহ, হা/১০১১, সনদ ছহীহ)। উল্লেখ যে, যদি অল্প বাঁকা বুঝা যায় তাহলে কোন সমস্যা নেই কিন্তু বেশি বাঁকা হলে মসজিদ ঠিক করা যরূরী নয় কাতর সোজা করলেই যথেষ্ট (ফিক্বহুল ইবাদাত, পৃ. ১৫৪)।
প্রশ্নকারী : হুযাইফা, পুঠিয়া, রাজশাহী।