উত্তর : এটি অমুসলিমদের চালু করা সংস্কৃতি। এটাতে তাদের সাথে সদৃশ্যতা রয়েছে। আর শরী‘আতে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা নিষেধ (আবূ দাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭, সনদ হাসান)। মুসলিমদের ঈদ মাত্র দু’টি। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ইসলামী শরী‘আতে বাৎসরিক এ দুই ঈদ ব্যতীত সকল প্রকার ঈদ বা উৎসব পালন করা বিদ‘আত (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)। সুতরাং প্রশ্নে বর্ণিত উৎসব পালন করা বৈধ নয়। এতে ঈদের মত আনন্দ প্রকাশ এবং উপহার বিনিময় করাও বৈধ নয়। অনুরূপভাবে জন্ম দিবস, মৃত্যু দিবস এবং বিবাহ দিবস নামে উৎসব পালন করা শরী‘আত সম্মত নয়; বরং বিদ‘আতের নিকটবর্তী এবং এ সমস্ত কাজ বিধর্মীদের অনুসরণ ছাড়া অন্য কিছু নয় (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন-৯০-৯১)।
প্রশ্নকারী : রেজাউল করীম বাগাভী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা।