উত্তর : মসজিদের সামনে কবর থাকলে তা অপসারণ করাই শরী‘আতসম্মত। তা নীচতলা বা ২য় তলা যেখানেই থাকুক না কেন। মসজিদ এবং কবরস্থানের মাঝে কোন রাস্তা বা দেয়াল থাকলে সেখানে ছালাতে কোন বাধা নেই। অন্যথা কবরমুখী হয়ে ছালাত আদায় করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/২২৯৫)।
প্রশ্নকারী : বাকী বিল্লাহ খান পলাশ, ফরিদপুর।