উত্তর : ছালাতে ভুলক্রমে কোন আহকাম কম-বেশি হলে সাহু সিজদা দেয়ার বিধান রয়েছে। সিজদা ২ এর অধিক হলে ছালাতের তাশাহহুদের শেষ প্রান্তে সালাম ফিরানোর পূর্বে ‘আল্লাহু আকবার’ বলে ছালাতের সিজদার ন্যায় সাধারণভাবে দু’টি সিজদা দেবে এবং উঠেই ছালাতের সালাম ফিরাবে (ছহীহ বুখারী, হা/১২২৭)। কোন আহকাম বেশি হয়ে গেলে সালাম ফিরানোর পরেও সাহু সিজদা দেয়া যায়। সিজদা বেশি হওয়ায় তাশাহহুদ শেষে সাধারণভাবে সালাম ফিরানোর পর আবার ‘আল্লাহু আকবার’ বলে ছালাতের সিজদার ন্যায় পর পর দু’টি সিজদা দিয়ে উঠে আবার সালাম ফিরানো (ছহীহ বুখারী, হা/৪৮২)।
প্রশ্নকারী : সেলিম রেজা, কুষ্টিয়া।