উত্তর : সকল নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। এটি বরকতের কারণ (ইবনু মাজাহ হা/৩২৬৪, সনদ ছহীহ)। তবে প্রত্যেক কাজের শুরুতে দরুদ পড়ার দলীল নেই। তবে খুৎবা ও দু‘আর শুরুতে দরূদ পড়তে হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাকে দশবার রহমত দান করবেন’ (ছহীহ মুসলিম, হা/৪০৮)।
প্রশ্নকারী: তুষার মোল্লা, গোপালগঞ্জ সদর।