উত্তর : সিজদায় কুরআনের বর্ণিত দু‘আ পড়লে ‘আঊযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম’ পড়তে হবে না। কারণ দু‘আ হিসাবে পড়ার সময় শয়তান থেকে পানাহ চাওয়ার দলীল পাওয়া যায় না। তবে কুরআন তিলাওয়াত মনে করে সিজদায় পড়া যাবে না (ফাতওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৬/৪৪৩ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, ঢাকা।