উত্তর : উক্ত বক্তব্য সঠিক। রাসূল (ﷺ) বলেন,
فَإِنَّهُ لَا يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلَا إِنْسٌ وَلَا شَيْءٌ إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ قَالَ أَبُوْ سَعِيْدٍ سَمِعْتُهُ مِنْ رَسُوْلِ اللهِ ﷺ
জিন, ইনসান বা যে কোন বস্তুই যতদূর পর্যন্ত মুয়াযযিনের আওয়াজ শুনবে, সে ক্বিয়ামাতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে (বুখারী, হা/৬০৯)। অন্য হাদীছে মুয়াযযিনের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ক্বিয়ামতের দিন মুওয়ায্যিনগণ সর্বাপেক্ষা দীর্ঘ ঘাড়বিশিষ্ট হবেন’ (মুসলিম, হা/৩৮৭)।
প্রশ্নকারী : আমানুল্লাহ, রংপুর।