উত্তর : কাঁচের চুড়ি বা যেকোন বাজনাযুক্ত অলংকার হোক না কেন কোন পুরুষ ও মহিলার জন্য তা ব্যবহার করা বৈধ নয়। বাজনা বিহীন চুড়ি মহিলারা পরিধান করতে পারে। আব্দুর রহমান ইবনু হাইয়্যান (রাযিয়াল্লাহু আনহু)-এর আযাদকৃত দাসী বুনানাহ হতে বর্ণিত, তিনি বলেন,
كَانَتْ عِنْدَ عَائِشَةَ إِذْ دُخِلَتْ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلَاجِلُ يُصَوِّتْنَ فَقَالَتْ لَا تُدْخِلُنَّهَا عَلَيَّ إِلَّا أَنْ تُقَطِّعُنَّ جَلَاجِلَهَا سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيْهِ جَرَسٌ
‘একদা তিনি আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর নিকট একটি ছোট মেয়েকে আনা হল। তার পায়ে ঝুমঝুমির আওয়াজ শুনে তিনি বললেন, তার ঝুমঝুমিটি না কাটা পর্যন্ত তুমি তাকে আমার নিকট নিয়ে আসবে না। আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ঘরে বাদ্য থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না’ (আবূ দাঊদ, হা/৪২৩১; মিশকাত, হা/৪৩৯৯, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আফরোজা, বগুড়া।