উত্তর : আলেমের উক্ত বক্তব্য সঠিক। কেননা ইবনু মাজাহর ৩৩৭৭ নং হাদীছে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِيْنَ صَبَاحًا ‘যে ব্যক্তি মদ পান করে ও মাতাল হয় তার চল্লিশ দিনের ছালাত কবুল হয় না’। উক্ত হাদীছে মদ পান করা ও মাতাল হওয়ার কথা বলা হয়েছে। তবে বিড়ি সিগারেট, গুল, জর্দা সরাসরি মদ না হলেও সেগুলো নেশাজাত দ্রব্যের অন্তর্ভুক্ত। আর প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং তা হারাম। এমর্মে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‘সকল নেশাদার দ্রব্য মদ এবং সকল ধরনের মদ হারাম’ (ছহীহ মুসলিম, হা/২০০৩; মিশকাত, হা/৩৬৩৮)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেন, كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ ‘প্রত্যেক পানীয় যা নেশা সৃষ্টি করে, তাই হারাম’ (ছহীহ বুখারী, হা/৫৫৮৬; ছহীহ মুসলিম, হা/২০০১; মিশকাত, হা/৩৬৩৭)। অতএব মাদকদ্রব্য সেবন করলে ও নেশাগ্রস্ত হলে আল্লাহ তা‘আলা চল্লিশ দিন পর্যন্ত তার কোন ছালাত কবুল করেন না এবং ক্বিয়ামতের দিন তাকে ‘রদগাতুল খাবাল’ বা জাহান্নামীদের পুঁজ খেতে দেয়া হবে (ইবনু মাজাহ, হা/৩৩৭৭, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : জালালুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ।