উত্তর : হজ্জ ফরয হওয়ার শর্তের মধ্যে একটি সামর্থ্যবান হওয়া। মহান আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা তার জন্য অবশ্য কর্তব্য’ (সূরা আলে ইমরান : ৯৭)। মুসলিম হওয়া, সুস্থ মস্তিষ্ক ও বালেগ হওয়া, স্বাধীন হওয়া এবং অর্থ-সম্পদ ও শারীরিকভাবে সুস্থ থাকা এগুলো হজ্জ ফরয হওয়ার শর্ত। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড থেকে বলা হয়েছে যে, ‘শারীরিক এবং অর্থ-সম্পদের দিক দিয়ে সামর্থ্যবান হওয়াকে বুঝানো হয়েছে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ১১/৩০ পৃ.)। সুতরাং ব্যাংকে পিতার ফিক্সড ডিপোজিড থেকে ওয়ারিছসূত্রে প্রাপ্ত টাকা সূদমুক্ত হালাল হলে এই টাকায় হজ্জ করা যাবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ১১/৩৬ পৃ.)।
প্রশ্নকারী : সা‘দ মুহাম্মাদ, খুলনা।