উত্তর : যদি সন্তানের কাছে নিশ্চিতভাবে পিতার উপার্জন হারাম বলে প্রমাণিত হয়, তাহলে সক্ষম সন্তানের জন্য সেখান থেকে খাওয়া বৈধ হবে না। আর তখন পৃথকভাবে চললে সন্তানের কোন পাপ হবে না। তবে যদি পিতার উপার্জন সন্দেহপূর্ণ হয়, সেক্ষেত্রে সন্তান পিতার সম্পদ থেকে খেতে পারে, পাপ পিতার উপর বর্তাবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ৫ম খণ্ড, পৃ. ৫১৮৯)।
প্রশ্নকারী : বাদশা, বগুড়া।