উত্তর: বর্ণনাটি জাল। এর সনদে ‘ওমর ইবনু আবূ খাছ‘আম’ নামে ত্রুটিপূর্ণ রাবী আছে। ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) হাদীছটি বর্ণনা করার পর বলেন, হাদীছটি গরীব এবং ওমর ইবনু আবু খাছ‘আম যঈফ। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) তাকে মুনকারুল হাদীছ বলেছেন (যঈফ তিরমিযী, হা/২৮৮৮; যঈফুল জামে‘, হা/৫৭৬৬; যঈফ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৪৪৮)।
প্রশ্নকারী : সামিঊল, কুলপাড়া, রাজশাহী।