উত্তর : এই কুরবানী অমুকের পক্ষ থেকে এভাবে বলা জায়েয। রাসূল (ﷺ) বলতেন,
اللهم هذا منك ولك، اللهم هذا عن محمد و آل محمد
আর যদি নাম উল্লেখ না করে তাহলে নিয়তই যথেষ্ট হয়ে যাবে। তবে উল্লেখ করা উত্তম (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল লিইবনি উছায়মীন, ২৫/৫৯ পৃ.)।
প্রশ্নকারী : গোলাম রাব্বি, বরিশাল।