উত্তর : শুধু মহিলাদের জন্য পৃথকভাবে জুম‘আ মসজিদের ব্যবস্থা করা যাবে না। কারণ মহিলাদের জন্য পৃথক মসজিদ তৈরির কোন দলীল পাওয়া যায় না। তবে কোন মসজিদে যদি পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য পৃথক ছালাতের ব্যবস্থা থাকে, তাহলে তারা নিজে অথবা স্বামী বা অন্যান্য মাহরামের সাথে গিয়ে পুরুষদের পিছনে জুমু‘আর ছালাত আদায় করতে পারে’ (আল-ইজমা‘, পৃ. ৫২-৫৩; আল-মুগনী, ২য় খণ্ড, পৃ. ৮৮; ফাতাওয়া আল-লাজনাতুদ্ দায়িমাহ, ৭ম খণ্ড, পৃ. ৩৩৭)।
কিন্তু তারা অবশ্যই পূর্ণ পর্দার সাথে যাবে, পরপুরুষদের থেকে দূরে অবস্থান করবে এবং আতর-সুগন্ধি ব্যবহার করবে না (আবূ দাঊদ, হা/৫৬৫; মুসনাদে আহমাদ হা/৯৬৪৩; ছহীহুল জামি‘, হা/৭৪৫৭)।
প্রশ্নকারী : আব্দুল খালেক, মোহনপুর, রাজশাহী।