উত্তর : ইমাম হাদিয়া নিতে পারবেন (ফাতওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৮/১০৬ পৃ.)। তবে বল প্রয়োগ করে কারো কাছে কারো কাছে মসজিদ, মাদরাসা ও ঈদগাহ এর জন্য দান-ছাদাক্বাহ আদায় করা জায়েয নয়। দান হতে হবে মনের ইচ্ছায় (বুখারী হা/৩১৪৩)।
প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদরীস, চাঁপাইনবাবগঞ্জ।