উত্তর : তাঁর সম্পর্কে এ ধরনের প্রশ্ন উত্থাপন করা সমীচীন নয়। তবে শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-এর নিকট এমনই এক প্রশ্ন করা হয়েছিল যে, শায়খ! কেউ কেউ মনে করে, আপনারা নাকি নির্দিষ্ট কোন একটি মাযহাব অনুসরণ করেন। দয়া করে আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? তখন উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হচ্ছে, এ ব্যাপারে আমি অবগত নই। আর আমি নির্দিষ্ট কোন মাযহাবের উপর নির্ভরশীল নই। আমাদের নীতি তো কেবল আল্লাহ তা‘আলা এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা বলেছেন তা অনুসন্ধান করা। ইমাম আহমাদ কিংবা অন্য কারো মাযহাবের উপর আমরা নির্ভর করি না। আমরা তো কেবল আল্লাহ ও রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা বলেছেন এবং বিধিবিধানের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ যা নির্দেশ করে তার উপরই নির্ভরশীল। আর এটাই প্রত্যেক তালবে ইলমের জন্য ওয়াজিব (ফাতাওয়া নূরুন আলাদ দার্ব দ্রঃ)।
প্রশ্নকারী : আব্দুর রাকীব, সাতক্ষীরা।