উত্তর : অনিচ্ছাকৃত ভুল করলে সেটা আল্লাহ মার্জনা করবেন (সূরা আল-বাক্বারাহ : ২৮৬)। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ভুল করে তাহলে সেটা নিতান্তই বড় অপরাধ। আর ইখলাছের সাথে তিলাওয়াত করলে হাদীছে বর্ণিত ছাওয়াবের অধিকারী হবে, খতম নিয়ে ভিন্ন কোন কথা নেই।
প্রশ্নকারী : উম্মে ইফফাত সাদিয়া, গোলপাহাড়, চট্টগ্রাম।