উত্তর : খেতে পারবে। আল্লাহ তা‘আলা বলেন, وَ نُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ‘আর আমরা নাযিল করি কুরআন, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত’ (সূরা বানী ইসরাঈল: ৮২)। তবে মৃত্যু ব্যক্তির জন্য কুরআন খতম করা যাবে না (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ৪র্থ খণ্ড, পৃ. ৩৩৯)।
প্রশ্নকারী : মনোয়ার, বিরল, দিনাজপুর।