উত্তর : ‘ফিদা’ বা কুরবানী বলতে বাস্তবিক অর্থে কুরবানী বলা হয়নি। বরং এটি একটি প্রবাদ বাক্য বা বাকরীতি, যা আরবের লোকেরা কারোর প্রতি সন্তুষ্টি, ভালোবাসা, সততা ও বড়ত্ব প্রকাশ করার জন্য বলে থাকে। স্বয়ং রাসূল (ﷺ) কিছু ছাহাবীর উদ্দেশ্যে বলেছেন, ‘আমার পিতা-মাতা তোমার জন্য কুরবান’, অথচ তাঁর পিতা-মাতা সেই সময় জীবিত-ই ছিলেন না। সা‘দ ইবনু আবূ ওয়াক্কাছ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘উহুদের দিন নবী (ﷺ) আমার জন্য তাঁর তীরাধার খুলে দিয়ে বললেন, ‘তোমার জন্য আমার মাতা-পিতা কুরবান হোক’, তুমি তীর চালাতে থাকো’ (ছহীহ বুখারী, হা/৪০৫৫, ৪০৫৬, ৬১৮৪; শারহুন নববী ‘আলা মুসলিম, ১৫/১৮৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৭৬৯৫৭, ২৪২০৯৩; ইবনু বায অফিসিয়াল ওয়েবসাইট, https://binbay.org.sa/fatwas/24168/%D9%)।
প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল, ওয়ারী, ঢাকা।