উত্তর : ব্যবসা একটি বৈধ ও হালাল পেশা (সূরা আল-বাক্বারাহ : ২৭৫)। তবে শরী‘আত যদি কারণবশতঃ কোন ব্যবসাকে হারাম করে তাহলে সেটা ভিন্ন কথা। ফক্বীহগণের মূলনীতি অনুযায়ী দুনিয়ার সবকিছু খাওয়া এবং ব্যবহার করা বৈধ, শরী‘আত যতক্ষণ পর্যন্ত তা হারাম না করে। মোবাইল ব্যবসার তিনটি অবস্থা। যথা: ১- যদি জানা যায় বা দৃঢ় ভাবে ধারণা হয় যে, ক্রেতা এটা ভালো কাজে ব্যবহার করবে তাহলে তার কাছে বিক্রি করা বৈধ। ২- আর যদি জানা যায় বা দৃঢ় ভাবে ধারণা হয় যে, ক্রেতা এটা খারাপ কাজে ব্যবহার করবে, তাহলে তার কাছে বিক্রি করা হারাম। ৩- যদি ক্রেতার অবস্থা জানা না থাকে, এমতাবস্থায় তা জায়েয জিনিসের জন্য দেশে ব্যবহার করা হয়, তবে তা বিক্রি করা জায়েয, অন্যথা নয়। এটি মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য। অনুরূপভাবে টেলিভিশন, ভিডিও সরঞ্জাম, প্রসাধন সামগ্রী এবং ভাল-মন্দের জন্য ব্যবহৃত অন্যান্য জিনিস বিক্রির ক্ষেত্রেও প্রযোজ্য (ছহীহ ফিক্বহুস সুন্নাহ, ৪/৪০৮-৪০৯ পৃ.)।
প্রশ্নকারী : তফিজুল ইসলাম, মুর্শিদাবাদ, ভারত।