উত্তর: একজন মুসলিমের জন্য কাফের পুরুষ ও মহিলাদের কাছে পোশাক বিক্রি করা জায়েয। যদি এই পোশাকগুলো আচ্ছাদনকারী হয়, ক্রুশযুক্ত না হয় এবং পুরুষদের জন্য রেশমের তৈরি না হয়। কেননা বিক্রয়ের মূলনীতি হল জায়েয, তবে শরী‘আতের দৃষ্টিতে নিষিদ্ধ জিনিস ছাড়া, তা মুসলিম হোক বা কাফের (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ফৎওয়া নং-১৫৯০১)।
প্রশ্নকারী : আমেনা খাতুন, খুলনা।