উত্তর : যদি কারো কারণবশতঃ ছিয়াম ছুটে যায়, তাহলে আগামী রামাযান আসার পূর্ব পর্যন্ত সেই ছিয়াম আদায় করে নিবে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘আমার উপর রমাযানের যে ক্বাযা হয়ে যেত তা পরবর্তী শা‘বান ব্যতীত আমি আদায় করতে পারতাম না’ (ছহীহ বুখারী, হা/১৯৫০; মুসলিম, হা/১১৪৬)।
শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে আদায় না করে পরবর্তী রমাযান অতিবাহিত করেন, তাহলে তিনি গুনাহগার হবেন’ (শারহুল মুমতি‘, ৬/৪৫১ পৃ.)। তাই এক বছরের মধ্যেই চেষ্টা করবে। একান্ত না পারলে পরের বছর করবে।
প্রশ্নকারী : আল-আমীন, রাজশাহী।