উত্তর : শেষের যে এক রাক‘আত পেয়েছেন, সেটিই তার প্রথম হিসাবে গণ্য হবে। সুতরাং ইমাম সালাম ফিরানোর পর তিনি অবশিষ্ট দুই রাক‘আতে ছালাত পূর্ণ করার জন্য উঠে দাঁড়াবেন এবং প্রথম রাক‘আতে সূরা আল-ফাতিহার পর অন্য একটি সূরা বা কয়েকটি আয়াত পাঠ করবেন, অতঃপর তার হিসাবে যেহেতু এটি দ্বিতীয় রাক‘আত শেষ হচ্ছে, তাই এখানে প্রথম বৈঠক করবেন। অতঃপর যখন অবশিষ্ট ছালাত আদায় করার জন্য দাঁড়াবেন, তখন শুধু সূরা ফাতিহা পাঠ করবেন। কেননা এটি তার হিসাবে তৃতীয় রাক‘আত। অতঃপর শেষ বৈঠকের জন্য বসবেন। অনুরূপভাবে যদি তার এক রাক‘আত ছুটে যেত এবং ইমামের সঙ্গে দুই রাক‘আত পেতেন, সেক্ষেত্রেও ছুটে যাওয়া রাক‘আতে শুধু সূরা ফাতিহা পড়তে হত। কেননা এটি তার হিসাবে তৃতীয় রাক‘আত (আল-মাজমূঊ লিন নববী, ৪/১১৭; মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাতুশ শাইখ ইবনু বায, ১২/১৭৬; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৭/৩২২)।
প্রশ্নকারী : মিজানুর রহমান, গাইবান্ধা।