উত্তর : এতে কোন সন্দেহ নেয় যে, ক্বিয়ামাতের দিন প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ পাপ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সেদিন আল্লাহ তা‘আলা কারোর উপর বিন্দুমাত্র যুলুম করবেন না এবং কেউ অন্য কারো পাপের বুঝাও বহন করবে না (সূরা আল-আন‘আম : ১৬৪)। অন্যত্র তিনি বলেন, ‘প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ’ (সূরা আত-তূর : ২১; সূরা আল-মুদ্দাছছির : ৩৮; ইসলাম সুওয়াল জাওয়াব, ফাতাওয়া নং ৩১৮৬৯৮)। তবে কেউ যদি কাউকে গুনাহের কাজে সহযোগিতা করে, উৎসাহিত করে, সামর্থ্য থাকা সত্ত্বেও বাধা প্রদান না করে, তবে সেও তার গুনাহে অংশীদার হবে (সূরা আল-মায়িদাহ : ২)। যেহেতু পাপের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ কোনভাবেই সাহায্য করা যাবে না, তাই সামর্থ্য থাকলে নিজস্ব কানেকশন নেয়াই উত্তম হবে।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান, হড়গ্রাম, রাজশাহী।