উত্তর : মোবাইল বা কম্পিউটার ডিভাইসে যে ছবিগুলো রাখা হয় এবং ভিডিওর মাধ্যমে যে ছবিগুলো তোলা হয় সেগুলো ফটোগ্রাফির বিধানের আওতায় পড়ে না। কেননা সেগুলো স্থির এবং অবিচল থাকে না। তবে হ্যাঁ, সেগুলোকে প্রিন্ট করে বের করা হলে তা ফটোগ্রাফির বিধানে পড়বে। তাই মোবাইলে এ ধরণের ছবি রাখায় কোন দোষ নেই, যতক্ষণ না তাতে হারাম কিছু না থাকে, যেমন নারীদের ছবি ইত্যাদি (আশ-শারহুল মুমতি, ২/১৯৭-১৯৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৮৫৩৫, ১০৩২৬)।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান, সঊদী আরব।