উত্তর :ছালাত অবস্থায় সন্দেহ হলে করণীয় হল: যেকোন মূল্যে সন্দেহ দূর করা। অর্থাৎ যেকোন একটির প্রতি দৃঢ় বিশ^াস স্থাপন করা। যদি কম হয় তাহলে পূরণ করা আর বেশি হলে ছালাত শেষ করা। সালাম ফিরানোর পূর্বে ‘আল্লাহু আকবার’ বলে পরপর দু’টি সিজদা দেয়া এবং সিজদা থেকে উঠে সরাসরি সালাম ফিরানো (ছহীহ বুখারী, হা/৪৮২; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল উছাইয়মীন, ১৪/৯০ পৃ.)।
প্রশ্নকারী : মিনহাজ, হড়গ্রাম, রাজশাহী।