উত্তর : বাচ্চা জন্ম দেয়ার পূর্বেই সতর্ক থাকতে হবে কুকুর যেন বাসাবাড়ীতে স্থান না পায়। তারপরও বাচ্চা জন্ম দিলে সেই বাচ্চা সহ বের করে দিতে হবে। কারণ কুকুরের স্থান মানুষ বসবাসের বাড়ীতে নয়; বরং বাড়ীর বাইরে। কেননা যে ঘরে কুকুর থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না (ছহীহ বুখারী, হা/৫৯৪৯; ছহীহ মুসলিম, হা/২১১২; মিশকাত, হা/৪৪৮৯)। বিনা প্রয়োজনে বাড়ীতে কুকুর পালন করলে প্রতিদিন তার নেকী থেকে দুই ক্বিরাত পরিমাণ নেকী কমে যাবে (ছহীহ বুখারী, হা/৫৫৮৭; ছহীহ মুসলিম, হা/১৫৭৪; মিশকাত, হা/৪০৯৮)। এমনকি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কুকুরকে হত্যা করতে কঠোরভাবে নির্দেশ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৭১; মিশকাত, হা/৪১০১)। খুব কালো এবং দুই চোখের উপর দু’টি চিহ্নিত বিশিষ্ট কুকুর হল শয়তান। তাকেও হত্যা করতে হবে (ছহীহ মুসলিম, হা/১৫৭২; মিশকাত, হা/৪১০০)। তবে শিকার, ক্ষেত-খামারের জন্য কিংবা পাহারাদার হিসাবে বাড়ির বাইরে কুকুর রাখা যাবে (ছহীহ বুখারী, হা/৫৪১২; ছহীহ মুসলিম, হা/১৫৭৪ ও ১৫৭৫; আবূ দাঊদ, হা/২৮৪৪; তিরমিযী, হা/১৪৮৯; মিশকাত, হা/৪০৯৯)।
প্রশ্নকারী : শিশির, কুঠিপাড়া, পাবনা।