উত্তর : উক্ত বক্তব্য সঠিক। সামুরা ইবনু জুনদুব (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা রাসূল (ﷺ) আমাদের সামনে স্বপ্নে দেখা শাস্তি সম্পর্কে বলেন, ...তিনি চিৎ করে শায়িত এক ব্যক্তির নিকট আসলেন, এমতাবস্থায় অন্য একজন ব্যক্তি একটি পাথর হাতে দাঁড়িয়ে রয়েছে, অতঃপর সে উক্ত পাথর দিয়ে শায়িত ব্যক্তির মাথায় আঘাত করছে, যার ফলে তার মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরটি ছিটকে দূরে চলে যাচ্ছে। পুনরায় সে দৌড়ে গিয়ে পাথরটি নিয়ে ফিরা মাত্র উক্ত ব্যক্তির মাথা পূর্বের ন্যায় ঠিক হয়ে যাচ্ছে। পুনরায় ঐ ব্যক্তি আপন স্থানে ফিরে তাকে ঐ ভাবেই শাস্তি দিচ্ছে যেভাবে প্রথমবার দিয়েছিল। নবী (ﷺ) যখন ঐ ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন দুই ফিরিশতা তাঁকে অবহিত করেন যে, এত ঐ ব্যক্তি যে কুরআন পড়ত, কিন্তু তার প্রতি আমল করত না এবং ফরয ছালাত না পড়ে ঘুমিয়ে থাকত (ছহীহ বুখারী, হা/৭০৪৭, ১১৪৩; ছহীহ মুসলিম, হা/২২৭৪)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আহসান, রাঙ্গামাটি।